৪০. খুচরা ব্যবসায়ী কার নিকট পণ্য বিক্রি করে?
ক. দালাল খ. উৎপাদনকারী
গ. ভোক্তা ঘ. পাইকার
৪১. পাইকারের কাজ হলো—
i. ক্রয়
ii. বিক্রয়
iii. গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তানিয়া শহর থেকে কাপড় কিনে গ্রামে বিক্রি করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও আগ্রহ অনুসারে কাপড় সরবরাহ করে থাকে।
৪২. তানিয়ার ব্যবসায়টিকে কী বলে?
ক. পাইকারি খ. বিক্রয় প্রতিনিধি
গ. খুচরা ঘ. মজুতদারি
৪৩. বিপণন কার্যাবলিতে মিস তানিয়ার কাজটি হচ্ছে—
i. ক্রয়-বিক্রয়
ii. তথ্য সংগ্রহ
iii. ভোক্তা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii