অভিনব এই আবেদন ছাড়াও কৃষকনেতারা যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের প্রতিবাদ করতে অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধ মেনে শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের একাংশ হোয়াইট হাউসের সামনে বিক্ষোভও দেখান।
ভারতের কৃষক আন্দোলনের আন্তর্জাতিকীকরণ অনেক দিন আগেই হয়ে গেছে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের কৃষকেরা ২০২০ সালের নভেম্বর মাস থেকে দিল্লির সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করার পর আন্দোলনকারীদের সমর্থন জানাতে এগিয়ে এসেছেন মার্কিন গায়িকা রিয়ান্না, সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আইনজীবী মীনা হ্যারিস, অভিনেত্রী ও মডেল আমান্ডা সার্নি, গায়ক জে সেনরা। তাঁরা সবাই কৃষক আন্দোলনের পক্ষে স্বতঃপ্রণোদিত হয়ে কথা বলেছিলেন।