বাংলাদেশের বোলারদের মধ্যে ৭০ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার অফ স্পিনার আশরাফুল ইসলামই। অফ স্পিনেই ৮ রানে ২ উইকেট নিয়েছেন আইচ। একটি করে উইকেট পেয়েছেন আহসান হাবিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান ও মেহেরব হাসান।
১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশের যুবারা শুরুতেই ধাক্কা খেয়েছেন। প্রথম ওভারেই বিলাল সামির বলে এলবিডব্লু হয়েছেন ইফতেখার হোসেন। সে ওভারে শুরুতে একবার ইফতেখারের বিরুদ্ধে আফগানদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে যেটাতে দিলেন, সেটায় অসন্তুষ্ট হলেন ইফতেখার। স্কোরবোর্ডে তখনো কোনো রান যোগ হয়নি।