দৌলতপুরে সাবেক এম.পি আফাজ উদ্দিনের স্ত্রী’র দাফন সম্পন্ন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এম.পি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক এম,পি আফাজ উদ্দিন আহমেদ’র সহধর্মিনী, বর্তমান উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন এর মা, বর্তমান সাংসদ আ. কা. ম. সরোয়ার জাহানের চাচী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার বড় বোন মনোয়ারা বেগম আলো (৬৫) বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ০৬ঃ১০ মিনিটে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

 

 

তিনি কোরোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল­াহি………. রাজেউন।

 

 

মনোয়ারা বেগম আলোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোরোনা ভাইরাসে আক্রান্ত ঢাকায় চিকিৎসাধীন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাডভোকেট আ: কা: ম: সারোয়ার জাহান বাদশা, দৌলতপুরের সাবেক এমপি দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল­া।

 

 

বৃহস্পতিবার বাদ আছর দৌলতপুর তারাগুনিয়া ফুটবল মাঠে নামাজে জানাযা শেষে তাকে পরিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

 

উল্লেখ্য গত ২৩ জুন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, দৌলতপুর সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন আহাম্মেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম আলো ঢাকার পিজি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে আই.সি.ইউ’তে চিকিৎসাধীন ছিলেন। সাবেক এমপি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী জানাজায় অংশ গ্রহণ করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্বার মাগফেরাত কামনা করেন।

 

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments