নিজস্ব প্রতিবেদক: দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়া সিরিজে ৩৪ পয়েন্ট তুলে অলরাউন্ডারদের র্যাংকিং-এ আবারো শীর্ষস্থান দখল করেছেন সাকিব আল হাসান। ২৮৬ পয়েন্ট নিয়ে তিনি ২৮৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে নেমে যাওয়া মোহাম্মদ নবীকে পেছনে ফেলে ১ নম্বরে উঠে আসেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। এর ফলেই ২০১৮ সালের পর আবারো টি-২০ অলরাউন্ডারদের র্যাংকিং-এ শীর্ষস্থান ফিরে পেলেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার!
আইসিসি বুধবার র্যাঙ্কিংয়ের সপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করে।