দ্য বিডি রিপোর্ট ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার এক মুখপাত্র আজ এই ঘোষণা দিয়েছেন।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মৃত্যুবরণ করেছেন বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন তার এক প্রতিনিধি।
কয়েক সপ্তাহ আগে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপাচার করানো হয়েছিল। ওই সময় তার মস্তিষ্ক থেকে রক্তপিন্ড অপসারণ করা হয়েছিল বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন। ছাড়া পাবার দুই সপ্তাহ পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই ফুটবল কিংবদন্তী।
১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৯০ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেবার জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করতে হয় তাকে। এছাড়া ইউরোপিয়ান ফুটবল ইতালিয়ান ক্লাব নাপোলির অবিসংবাদিত কিংবদন্তি ছিলেন তিনি।