মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা এলাকার চণ্ডীপুর জামে মসজিদের সামনে স্থায়ীভাবে করা পাকা দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা দানবাক্সটি খুলতে গিয়ে দেখেন, তালা ভাঙা ও টাকাপয়সা চুরি হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কমলগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুর জামে মসজিদের সামনে স্থাপিত দানবাক্স দেখভাল করে মসজিদ পরিচালনা কমিটি। কমিটির সদস্যরা ১৫ থেকে ২০ দিন পরপর বাক্সটি খুলে টাকাপয়সা সংগ্রহ করে মসজিদের কাজে লাগান। মসজিদের ইমাম আবদুল বাতেন আজ জুমার নামাজের খুতবা পাঠের আগে উপস্থিত মুসল্লিদের দানবাক্স ভেঙে টাকাপয়সা চুরির ঘটনাটি জানান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধিক্কার জানান মুসল্লিরা।